কামলি ওয়ালার শুভাগমন নিয়ে লেখা কবিতাটি পড়তে মিস করবেন না।
★★★গমনে-বিদূরনে★★★
_______মুহাম্মদ সৈয়দুল হক
চাঁদ উঠেছে মাশরেকে ঐ, আঁধার দুনিয়ায়
ও তোরা,
দেখবি যদি খোদার জ্যোতি আয়রে ছুটে আয়।
দেখরে ওরে পাগলা পাখি, স্নিগ্ধ দুটি আঁখি খুলি
শেরকত জুলমত দাফিল আজি, ঐ আরবের বুলবুলি।
ওরে আয়, তোরা আয়!
দেখে যা ঐ মরু কানন, হাসে যেথা মরু দুলাল
খেলে যেথা বিশ্ব রহমত, দোলে হেথা নুরি হেলাল।
যা দেখে যা ঐ সে তারা, প্রেমে যার সবে আত্নহারা
নিখিল ধরনী চিত্ত বিভোর, লভিতে ও সে প্রেম পোয়ারা।
দে’রে নারা, জাগে সাড়া, ও সে আসলো বুঝি ঐ
কোথা গেলি তোরা, জোয়ান আর বুড়া, প্রেম সকাসু কই?
নারায়ে রেসালাত, ইয়া রাসূলাল্লাহ্
আসিছে ঐ যে খোদার নুর, ‘নু-রুল্লাহ্’
ও তোরা জ্বয়ধ্বনী কর, তোরা সব জসনে জুলুছ কর
আসলো যে ঐ তোদের ত্বরে খোদা তায়ালার বর!!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন