★নেশা লাগিলো রে........★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কওমী সনদ সীকৃতি উপলক্ষ্যে সাংস্কৃতি অনুষ্টানে গাওয়া, গায়িকার গানটি কি ধরনের হতে পারে, সে ব্যপারে ভেবেছেন-
___মুহাম্মদ সৈয়দুল হক
নেশা লাগিলো রে.....
বাঁকা দু-নয়নে নেশা লাগিলোরে
হাসনা বানু তেতুল প্রেমে মজিলো রে!
লাভ-ক্ষতি কার কত হলো
কার থেকে কি এলো গেলো
এসব নিয়ে চিন্তা করার
সময় আমার নাইরে........
বাঁকা দু-নয়নে নেশা লাগিলো রে
তেতুল অতি মিষ্টি ফল
নাম শুনিলে আসে জল
সে জলেতে ভাইসা যামু
আটকাবি কে আইরে.......
বাঁকা দু-নয়নে নেশা লাগিলো রে
সনদ দিয়ে ভোট যদি পাই
দিলে তাতে কি আসে যায়?
তেতুল আমার, আমি তাহার
চিন্তা যে আর নাইরে......
বাঁকা দু-নয়নে নেশা লাগিলো রে
‘দল’ আমার দারুন এক রেল
তেতুল ঢুকে বের হয় আপেল
আইরে যত রাজাকার-দালাল
দেশপ্রেমিক বানাইরে.......
বাঁকা দু-নয়নে নেশা লাগিলোরে
বিঃদ্রঃ ভালো লাগলো ধুমছাইয়া শেয়ার করুন, অবিকৃত ভাবে কপি করুন।
সুন্দর কবিতা,সঠিক বর্ণনা
উত্তরমুছুন