<<খৈয়ারছড়া>>
-মুহাম্মদ সৈয়দুল হক
জটবাঁধা প্রস্তরে ঝড়ে বারিধারা
টিলাঘেরা মীরসরাই ‘খৈয়ার-ছড়া’
গিয়েছিলেম অদেখা দর্শনের আশে
থেমে গেছি রূপময় ঝর্ণার’ই পাশে
আঁকা-বাঁকা মেঠোপথে পাথরের ভিত
থেমে-থেমে জলরাশি বেঁধেছিলো গীত
অপুরান মহিরুহ শাখা দোল-দোল
মুকুলিকার প্রতিক্ষা; হতে চায় ফুল
পাহাড়ের পাদদেশে শীতলের হাট
দিগন্ত-জুড়ে যেন সবুজের মাঠ
সেথা এসে থেমে গেছে সেনানীর দল
ঝরঝর জলতলে করে কোলাহল
প্রস্রবন দেনেছিলো বারি অবিরাম
বিমোহিত মনামার বেঁধেছিলো ধাম
আফতাবে কিরণপাত করেছিলো যব
বিন্দুজল মুক্তোরূপ ঝড়েছিলো সব
কেটেছিলো প্রহরাধ জমেছিলো বেশ
মিলে-মিশে একাকার রয়ে গেছে রেশ
ভালোবাসি সৃজনের আছে যত রূপ
দেখে দেখে জ্বলে উঠে এই মনে ধূপ
রূপকার রূপ দিলো রূপ-ধরাপর
না জানি সে রূপকার কত মনোহর?
ওগো রূপরাজ-স্রষ্টা! ওহে অনুপম!
তবপরে শোকরান জেনো হরদম.......
(বিকেল, গোধুলী, রাত্রীর সমন্বীত প্রয়াস...
২৪-০২-১৮, শনিবার।)
[বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বৃহত্তর সুয়াবিল ইউনিয়ন শাখাকে অসংখ্য ধন্যবাদ এমন কিছু দারুণ সময় উপহার দেবার জন্য।]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন