★সে কে, কে সে?★
____মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~
সে কে?
কে সে?
আমারো অন্তপুরে- যার বসবাস
নিরালা নিভৃত্তে যে- তুলে জলোচ্ছ্বাস
কখনো সুপ্ত মনে গুপ্ত কথা রচে
কখনো হিমতাপে- দুনিয়াতে চষে।
কভু গায় গান, করে নানা ভান
কভু সে উৎকন্ঠা, কুলে আনে বান
করে কভু রোনাজারি, সাথে বাড়াবাড়ি
ক্ষনিকের আহাজারি, ধুলায় গড়াগড়ি।
ডাহুক সুরে কভু, শিষে হয় বাবু
বলে নানা কথা, হয় না শেষ তবু
বাজে কত বাঁশি, সে কি সুরের রাশি
চায় কি যে মন, দিবা আর নিশি।
চলি কিরে বলি, তাঁরই আধুলি
কবিতা কি বুলি, নানা সুর তুলি
কে তুলে, আমি? নাকি জগৎ স্বামী?
ভেতরে মোর কে সে? কহ না খুলি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন