♥আকুতি♥
__মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~
দয়াল আর কতকাল রইব বল
তোমার অপেক্ষায়
আমার দিন যায় ওরে তোমার ত্বরে
ভেবে নিরালায়।
কেন জানি পিছু ডাকো থেকে নিরবে
কবে তুমি ডাকবে বল এসে স্বরবে?
(আমি) বিচ্ছেদ জ্বালা সইতে নারি
ছেদ- চিহ্নটা নাহি যায়। (ঐ)
শূন্যজ্ঞানে করবো কিরে তোমার কীর্তনা
নিয়ম কানুন না জেনেই কি হয়রে সাধনা?
(আমি) খালি হাতে যায় দরবারে
পূর্ণ নাহি হলো হায়। (ঐ)
প্রেমে কিরে আছে ত্রুটি বলো না আমায়
হৃদয় খানি ছিড়ে দিতাম চাইলেরে ও সাঁই
(আমি) না জানি প্রেমের রীতি-নীতি
তবু প্রেমে জ্বলে যায়। (ঐ)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন