ভাবহীন ভাবনার কবিতা-
তোমরা মোরে প্রেম দিয়ো
_______মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি চাই না- কেউ আমায় কবি বলুক
চাই বটে- কেউ আমায় প্রেমিক বলুক।
আমি প্রেম করতে চাই- পৃথিবীর সবার সাথে
প্রেমিক হয়ে বাঁচতে চাই- অপ্রেমী এ বিশ্বটাতে।
একটু প্রেম দিও মোরে- আমি পৃথিবী দেবো
সব কিছুর বিনীময়ে- একটু খানি প্রেম চাবো।
ওগো প্রেম! তুমি বড্ড অপয়া- ছোঁও না মোরে
খালি পথে ঘুরে বেড়াও- অপ্রেমীর ছায়ানীড়ে।
আমি ব্যাটা পুড়ে মরি-
তুমি করো বাড়াবাড়ি
উল্টো পথে দৌড়াদৌড়ি-
কে শোনে কার রোনাজারি।
তোমরা মোরে প্রেম দিয়ো-
একটু খানি খোঁজ নিয়ো
আমি তবে আমায় দেবো-
জেনে রেখো ও প্রিয়ো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন