এমন বাদল দিনে, তুমি বিনে
চক্ষু মেলিয়া, দেখিয়া দেখিয়া
খুঁজে ফিরি, যতন করি
কোথায় সে মোর নীল নয়না?
ঘুম ঘুম ভাব, অচেনা অনুভব
শুনিয়া সু-মধুর, চেনা সে প্রিয় সুর
স্বরিয়া তাকে, বাঝে বুকে
কোন সে আকাশের মেঘলা যাতনা?
এমন বাদল দিনে, তুমি বিনে
চক্ষু মেলিয়া, দেখিয়া দেখিয়া
খুঁজে ফিরি, যতন করি
কোথায় সে মোর নীল নয়না?
ঘুম ঘুম ভাব, অচেনা অনুভব
শুনিয়া সু-মধুর, চেনা সে প্রিয় সুর
স্বরিয়া তাকে, বাঝে বুকে
কোন সে আকাশের মেঘলা যাতনা?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন