★স্মৃতির হাঁড়ি★
মুহাম্মদ সৈয়দুল হক
~~~~~~~~~~~~~~~
চাতক চিনো, চাতক পাখি?
আকাশ পানে যার দু-আঁখি
সাগর পাড়ে বসেও সে যে
বাদল পানে মারে উঁকি।
মেঘ ঝাপিয়ে ঐ দু-ফোটা
বৃষ্টি নামের মিষ্টি রাশি
মিটায় তারি তৃষ্ণা কাতর
অন্য সবে সর্বনাশি।
নীল দরিয়া দিলেও মুখে
ছুঁবে না সে খাবেনা তা
কিন্তু যখন বর্ষে বারি
মন জুড়িয়ে পানিবে তা।
চাতক আমি চাতক পাখি
তোমার প্রেমে অন্ধ আঁখি
চেয়ে থাকতো ঐ সে পথে
যে পথ দিয়ে আসতে ‘সখী’।
পলকহীনে থাকতাম চেয়ে
ঝলক তোমার কখন আসে
চোখ জোড়া যে দেখতনা আর
কে কি কোথায় আশে-পাশে।
অবশেষে চকমকিয়ে
ঝড়তো বারি হৃদয় শিবে
দেখতাম যখন চাঁদ মুখটা
তৃষ্ণা-আগুন যেতো নিভে।
দেখছো কভু রংধনুটা?
প্রতিবারই নতুন লাগে
কিন্তু সে যে একই রূপের
নব্য বলে মনে জাগে।
সপ্ত রঙ্গের সেই সেতারা
হাজারো বার এলো গেলো
দেখতে তবু চাই যে সবে
আসমানে জব উদয় হলো!
তুমি যে সেই রংধনু রঙ
যতবারই দেখতাম তোমায়
নতুন করে খুঁজে পেতাম
নতুন এক অন্য তোমায়।
মেঘ সরিয়ে সূর্য রশ্মি
এক ঝলকের ঝলকানিটি
সকল আঁধার দেয় যে টুটে
মেঘলা ধামের হয় যে ছুটি।
হাসি যে তোর সূর্য কিরণ
মিস করি তা আজো ভিষন
সেই হাসিতেই দূর বহুদূর
যেত মনের দুঃখ কেতন।
(অসমাপ্ত....)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন