অতুল-অনুপম নাম ‘মুহাম্মদ’ (দ.)
-মুহাম্মদ সৈয়দুল হক
স্রষ্টায় প্রেমে পড়ে সৃজে যাঁর নাম
সৃষ্টিতে অদ্বিতীয় যেঁ নামের দাম
লক্ষ বছর ধরে প্রভূ-সমীপে
ভ্রমেছিলো যেঁই নাম নুরানী রূপে
যেঁ নামের নুর-প্রেমে মজে রহমান
সৃজিলো এ ধরাকুল জগতাসমান
আরশ্ আর কুরসি, লৌহ-কলম
খোদারই সৃজনের সমুদয় আলম
সবে যাঁর নাম খানা নিলো বুকেপর
জপে যাঁর নাম খানা ধরা-চরাচর
কী গুণে করি হায় তাঁরি বন্দনা
অক্ষম-অধম তা ভেবে পাই না
কী সুরে বাঁধি সেঁ নুরি নামের ‘তান’
ভেবে হায় নাহি পাই, সৈয়দে হয়রান
অতুল-অনুপম নাম ‘মুহাম্মদ’ (দ.)
নিখিল এ আলমের সেরা সম্পদ।
-দ্বিপ্রহর, গ্রামালয়। ২৮ নভেম্বর-১৭
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন