★আকুল আবেদন★
মুহাম্মদ সৈয়দুল হক
দুঃখ ব্যথা দিল যারা তাদের দিলাম ক্ষমা
তাদের ত্বরে এই অন্তরে নেই কোন ক্ষোভ জমা।
যারা আমার অন্ন মেরে খেল পেঠ ফুলিয়ে
তারা যেন হয় গো তুষ্ট অন্যে আহার দিয়ে।
দিবানিশি নিন্দাতে মোর ঘুম যাদের হারাম
তারা আমার অতি প্রিয় তাদের ত্বরে সালাম।
ভুল কি আমার? জানতে পারি তাদের কারণে
শুধরাবার যে সুযোগ হয় তাদের নিন্দনে।
আমি যাদের আঘাত দিলাম,প্রতিঘাত পেতে রাজি
ক্ষমা যদি না যায় করা,প্রতিশোধ নাও আজি।
কথা দিলাম, ইচ্ছে ভরে দিতে পার দন্ড
হয় যদিও বা আমার জীবন এখানেই পন্ড।
স্বর্গ নর্কের ভয় নেই আমার, ভয় যে বড় মনে
মানুষেরে যেন কষ্ট না দিই, কোন কাল কোন ক্ষনে।
মনকষ্টের অভিশাপ থেকে দোযখের আগুন শ্রেয়
ঐ আগুনে জ্বলতে রাজি,তবু শাপ তুলে নিয়ো।
কাবা ভেঙ্গ ইচ্ছে হলে, মন ভেঙ্গ না কারো
এই মন যে কাবা-আরশ হতে অধিক পবিত্র!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন