ধুমছাইয়া শেয়ার/কপি লাগান এবং হাহা রিয়েক্ট মারেন___
😂তেঁতুল-ছে-টয়লেট😜
-মুহাম্মদ সৈয়দুল হক
তেঁতুল খেয়ে টক ধরেছে
পেট হয়েছে কসা
শিরিক-বেদাত গন্ধ মিলে
পেট যে তারি ঠাসা
হরেক উপাদানের খাবার
খেলো ইচ্ছে যতো
যা পেয়েছে তাই গিলেছে
গরু-গাধার মতো
নজদপাড়ার ময়লাপানি
দেউবন্দের নালায়
উপুড় হয়ে গপগপাগপ
খেলো ভেবে ‘মালাই’
হাটহাজারির ঢাকঢোলাঢোল
শাপলাচড়ের গুরু
লাত্তি-কিল আর গুসি খেয়ে
বদহজমী শুরু
তাইতো রোগীর পেট করেছে
ভীষণ হুড়োমুড়ো
ডেলিবারির জায়গা ফেলে
মুখ দিয়েও তাই শুরু
ছি ছি ছি!
মুখ দিয়ে দেখ ময়লা পড়ে
কথার ছলেবলে
বিশ্রি ঐ গন্ধ এলো
ফেইসবুকেতে চলে।
তাইতো বলি-
ডায়বেটিসের রোগী কি আর
পায় বিরানীর স্বাদ?
পাগল ভাবে- এই দুনিয়ায়
সকলে উন্মাদ
ওয়াসরুমের মাছি কি আর
ফুলের উপর বসে?
আপন গায়ের গন্ধে সে কয়-
ফুলের সুবাস মিছে
অন্ধলোকে সওয়াল করো-
‘দুনিয়াটা আঁধার’
পায়খানা যার আদি নিবাস
দেখবে সে কি আর?
লালাবাবু শালাবাবু
আরো যতো আছে
ঐ বাবুরা টয়লেটি মাল
সে কি কথা মিছে?
শুয়োর ধুলে গন্ধ বাড়ে
যতো ধুবেন ততো
এই বাবুদের ধুতে গেলে
সাবান যাবে শতো
তবু তাদের গন্ধ সে তো
গন্ধ রয়ে যাবে
দূর করতে এমন আঁতর
পাবেন না যে ভবে
কারণ তাদের টয়লেটেরই
তলদেশেতে বাস
তেঁতুল থেকে টয়লেটবাবু
একি সর্বনাশ!!!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন