এই মোর গাঁ
-মুহাম্মদ সৈয়দুল হক
সারি সারি ধানক্ষেত
মাঝখানে আল
দুইধার মাপা যেন-
গালের চোয়াল।
শ্রমজীবী চাষিদের
অঙ্গেরো ধুল
হয়ে উঠে সবুজাব
ধনধানে ফুল।
এই গাঁয়ের খালবিলে
কবিতার সুর
গগন-পবনজুড়ে
আহ কী মধুর!
টুনটুনি-বুলবুল
হরদম ডাকে
সুমিষ্ট কলরবে
বৃক্ষের ফাঁকে
সকাল কিংবা সাঁঝে
করে কলতান
কিছিরমিছির রবে
বেঁধে দেয় গান।
রাত হলে বসে যায়
জোনাকির হাট
ঝিকমিক করে জ্বলে
মাঠ থেকে ঘাট।
ধবল দুধের মত
আকাশের চাঁদ
সেই দুধে স্নাত সব
গাঁয়ের বিষাদ।
নিরব-নিরালা ঐ
রাতের আকাশ
পরানজুড়ানে গাঁ’র
হিমেল বাতাস
গল্পগুজবে মাতে
গাঁয়ের উঠান
পাড়ার মাসিপিসি
কাকি-বৌঠান।
খোকাখুকি দেয় ছুট
হৈচৈ রব
ধুলবালি মেখে গা’য়
একাকার সব।
গাছের অগ্রে বাওয়া
তরুবিশেষ
যেন সুভন-সুশ্রী
বালিকার কেশ
সতত রূপের রাণী
এই গাঁও মোর
বিছানো তা পল্লির
দূর বহুদূর...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন