মুহররমের আগমনি গান 📝মুহাম্মদ সৈয়দুল হক দিগন্তে ঐ উঠেছে হেলাল নতুন বার্তা নিয়ে মুহররমের আগমনি গানে ধরাধাম গেলো ছেঁয়ে। এসেছে ধরায় নতুন বর্ষ বছরেক আরো গেলো পাখপাখালির কলরবে ঐ নবসুর ধরা পেলো। চারিদিকে ঐ নতুনের ডাকে আলোড়ন সীমাহীন গাছগাছালী ও তরুলতা সবে গেয়ে চলে নিশিদিন। সোনালী দিনের শুভ ইতিহাস উঠে উঠে আসে ফের বীরত্বে গাঁথা হিজরিপতি বীরবল ওমরের। আসে যবে এই মহিয়ান মাস স্মৃতিপট নড়ে উঠে পশ্চিমাকাশের আভা সমুদয় রক্তিম হয়ে ছোটে। কানে বাজে ফের পুরোনো কান্না পানি পানি পানি রব যে রবের প্রতি ছুড়েছিলো তীর জানোয়ার যতসব। খুনেভরা সেই লাল-কারবালা হুসেনের কাটা ছের প্রতি মুহরমে নব আয়োজনে আসে ফিরে আসে ফের। এজিদ-দলের নির্মম সেই অনাচারী আয়োজন পড়লে এ মনে থাকে কিরে হুঁশ বলো ওরে মহাজন! কাঁদে হিয়া মোর সেই শোকাতুর কারবালা-ফোরাতের ব্যথিত মননে খুন চাপে ধ্যানে প্রতিশোধ গ্রহণের এনে দাও খোদা, এজিদ-সিমার নরাধম দুজনায় রাঙিয়ে নিতাম এই দুটি হাত রক্তের গঙ্গায়। মুহররম! কারবালা! একসুরে বাঁধা দুই আনন্দ-বেদনার ভেলাতে চড়ে মুসলিম-ঘরে তুই। [সকলকে হিজরি নববর্ষ- ১৪৪০ এর শুভেচ্ছা]