ধরাপর রূপোত্তম
-মুহাম্মদ সৈয়দুল হক
নিখিল-বিশ্ব ওরে আয় ছুটে আয়
আমেনার ক্রোড়ে দেখ নুর চমকায়।
চওড়া ললাট-মাঝে স্রষ্টার বাণী
দুচোখ-গভীরে তাঁর মুক্তার খনি
চিবুক অতলে তাঁর মনোহরি বাঁশি
দুঠোঁট ঠীকরে বেরোয় স্বর্গের হাসি
শিরোপরি দেখনারে নুরিকেশ উড়ে
যেন ভ্রমরের গুঞ্জন গোলাপের পরে।
দেখ দেখ- সেঁ হাসে! দেখ ঐ হাসি
দাঁতের ফাঁকে যেন রূপরাজ-শশী!
ও সে হাত নাড়ে, সাথে নাড়ে পা
সৃষ্টিজগত দোলে ধিন ধিন তা!
ওরে দেখে যা, আয় তোরা শোনে যা
কে সেঁ? কোন সেঁ রাজন এলো...
জগত-সূর্য; না-না পূর্ণশশী যে
তারকারাজির ভিড়ে সমুজ্জ্বল সেঁ!
হেরি তাঁর নুরি রূপ এই ধরাপর–
ওরে লাজে মরে দিনমণি-নিশাকর।
রূপরাশির আধার –রূপোত্তম
গুণবিকিরণী গুণরাজ –গুণোত্তম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন