সুহাসিনী
সুদূর প্রান্থে ওহে কে গো তুমি সুহাসিনী
ঝরনার কলকল শব্দের মতো কিংবা
প্রভাতের হাসনাহেনার মত সুন্দর-সুশ্রী
লাবণ্যতায় ভরা সর্গের হাসি হেসে যাও?
হৃদয় মাজারে আন্দোলিত সে হাসির
ব্যাখ্যা শোনাবে না? বলে কী যাবে না —কোন সমুদ্রের তলদেশে প্রবাহবান সে হাস্যধারা। মননচক্ষে দেখেছি বেশ, এবার
কপালচক্ষে দেখার স্বাদ যে জেগেছে।
শুনতে চাই, তুমি হেসে যাও, থেমো না হে সুহাসিনী। জনমের সব হাসি আজিকেই হেসে নাও। আমার ভেতর-বাহির পুলকিত হোক। সজীবতায় ভরে যাক এ দেহ-প্রাণ।
আমি হারিয়ে যাই- অজানায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন