বিলাসী মন
—মুহাম্মদ সৈয়দুল হক
উড়ে যারে ও বিলাসী মন তুই
উড়ে যা বহুদূরে
সাত সমুদ্দুর তের নদীর পরে
কোনো এক অচিনপুরে
যে দেশে তোর বিলাসিতার ফল
তিক্ততায় নাহি ফিরে
সে দেশে তুই বসতি গেঁড়ে নে
জনম-জনমের তরে
যারে চলে যা সেই সে দেশেতে
যে দেশের আলো-বাতাস
অধরা অনধীন তা তা ধিন ধিন
গেয়ে চলে বারোমাস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন