এসো আলোর শামিয়ানায়
মোমবাতির তলে
–মুহাম্মদ সৈয়দুল হক
দিকে দিকে ঐ কালোর মিছিল
আঁধারে আছে ডুবে
লুটতরাজের গুলিমিছিলে
শান্তিরা গেলো চুবে।
জুলুম-অনাচারের করাল থাবায়
জনজীবনে হাহাকার
হুমকি-ধমকি জোরের খেলায়
সত্যের সুর চুপিসার।
অধিকার আমার স্বাধীনসত্তা
ধুকে ধুকে মরে হায়
প্রতিবাদী সুর নমনীয় হয়
ক্ষমতার ঝাপটায়।
মানুষে মানুষে দ্বেষের জোয়ার
ছড়িয়েছে এ বাংলায়
স্নেহ-সম্প্রীতি-মানবপ্রেমের
নেই যে কোথাও ঠায়।
চারিদিকে যবে হাহাকার রবে
আঁধারে ডুবে আলোরা
এলো দেখো ঐ মোমবাতি জ্বেলে
মতিন আর সামাদরা।
সাইফুদ্দীন, হাকিম-আযম
দুলাল নঈমুদ্দীন
মোমেন-মানিক-সোলায়মান ও
আশরাফ হোসাইন।
তাঁদের সাথে আছে যারা আরো
সকলের সুরে ঐ
আঁধারবিদারি আলো-জ্বলমলে
মোমবাতির রই রই।
চাও যদি সুখ, বিনাস দুখের
শান্তির আলো ফের
মারো সিল জোরে প্রতিকের পরে
আলোময় মোমের।
ভ্রান্তি-অশান্তি-জুলুম-অনাচার
সবকিছু পায়ে ঠেলে
এসো সেই আলোর শামিয়ানাতে
মোমবাতির তলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন