কী যেন খোঁজে, কী যেন ভাবে,
কী যেন আবিষ্কার করতে চায়!
দিনশেষে খালি হাতে ফেরা।
সময় বড় নিষ্টুর, বড় কঠিন, বড় স্বার্থপর।
আঁধারেরা দলবেঁধে ঘনীভূত হয়।
নতুন কিরণের প্রত্যাশায় সূর্যের জন্য প্রতীক্ষা।
ইশ, সূর্য হওয়া যেত! সর্বাবস্থায় দীপ্যমান!
যেদিকে যাবো কেবল আলোই ছড়াবো!
কোনো অন্ধকার ছোঁতে পারতো না!
তাতেও কী স্বার্থকথা? আমার অনুপস্থিতিতে
ঠিকই অন্ধকার নেমে আসতো।
কিন্তু আমি তো অন্ধকার পছন্দ করি না।
সবাই সবসময় আলোয় থাকবে,
উদ্ভাসিত হবে– এই তো ঠিক।
কলুষতা! তুমি বিদায় নাও,
দূর হও এ পৃথিবী থেকে।
তোমাকে আর চাচ্ছি না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন