একুশ-পাড়া
মুহাম্মদ সৈয়দুল হক
মা... ওগো মা!
চলো একুশ-পাড়ায় যাই;
যেথা রক্ত দিয়ে রফিক জব্বার
ভাষারি গান গায়।
সেথা গরজ উঠে দুঠোঁট ফেটে
সে ‘রাষ্ট্রভাষা চাই–
যা’তে মান-অভিমান প্রেম-বিরহ
মুক্তসুরে গা’ই।’
মা... ও মা..!
চলো, যাই সে দেশে যে দেশটাতে
‘অ’ ‘আ’তে দিন যায়
‘কুহু’ সুরে কুকিল পক্ষী
ক-এ স্বর মিলায়।
যার রূপ-লাবণ্যে বিভোর হয়ে
রূপালি কবির দল
লিখছে কবিতা গান উপন্যাস
নিত্য অনর্গল।
সেসব ক খ গ ঘ’র মধুর ধ্বনি
যার আকাশে বা’য়
চল না ও মা, মাগো আমার
ধরার সে পাড়ায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন