একটু দেরিতে...
=>সিদ্দিকে আকবর<=
–মুহাম্মদ সৈয়দুল হক
সিদ্দিকে আকবর–
অসত্য যাঁরে ছোঁয়নি কখনো
বেনজির গুণাকর।
ন্যায়ের সারথি নীতির আরতি
আদলের বাতিঘর
প্রথম ত্যাগেতে, প্রীতির বাধনে
অদ্বিতীয় কারিগর।
ফিরিল নবিরাজ মেরাজ-রাজন
‘দিদারে খোদা’র পর
মধুর আলাপন সেসব বিবরণ
দানিল সবার তর।
‘দেখেছি খোদারে, তাঁর নুরি জাত
অতুল-অতুল সাঝে
ভেসেছি প্রেমেতে নুরের সে স্রোতে
নুর-নুর-নুর মাঝে।
সপ্ত আসমান, স্বর্গ ও নরক
আছে যত উপাদান
কপালের চোখে ভূলোক-দ্যুলোকের
দেখিলাম সবখান।’
ঠাট্টা হাসির পড়ে গেল রোল,
বোল হলো মুখে মুখে
‘মুহাম্মদ সে পাগল হয়েছে
কী সব চলেছে বকে।’
চলে গেল সেই স্বর্গ-সংলাপ
আবু বকরের কানে
আনিল ইমান নবির বয়ান
জানিল সত্য মেনে।
‘কে বলেছে তা, রাসুলে আরাবি?’
প্রশ্ন কেবল এই
দিলাম সাক্ষ্য তবে তা সত্য;
খোদার শপথ লই।
করুণার নবি ধ্যানের রবি
দেখে বকরের পানে
বলিয়া উঠে ‘সিদ্দিক তুমি
জমিন ও আসমানে’।
আবু বকরের অভিনব নাম
ছড়ালো ধরার ’পর
সত্য-ন্যায়ের বার্তাবাহক
‘সিদ্দিকে আকবর’।
(রাদ্বিআল্লাহু তাআলা আনহু)
২৮ ফেব্রুয়ারি-১৯, বিষুদবার,
রাত ১:৩০, গ্রামালয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন