সাম্যবাদী-২
–মুহাম্মদ সৈয়দুল হক
চলো, সাম্যের গান গাই
জগতের যত সুন্নি মুসলিম সকলেই ভাই-ভাই।
আরবের কে ও, পাকিস্তানি কে, কে সে বাংলাদেশি
এক কাতারে দাঁড়াবো সবে ভুলে সব রেষারেষি।
কে কার পক্ষে রায় দিলো কবে–সে খবর নাহি রেখে
দিয়ে গলে শান মদিনার তান–গেয়ে যাবো এক মুখে।
কে গেল ও কার আমন্ত্রণে; কারে নিলো বুকে চেপে
না দেখে এসব সিনাখান তাঁর দেখে আবো সবে মেপে।
থাকে যদি হেথা নবিকুলরাজ পরম ভালোবাসায়
করবো কেন হে মিছে সে হিংসা; হিংসুটে কলিজায়।
কে সে রেজভী, ভাণ্ডারি কে–কাদের সে দরবার?
মাপকাঠি এ নয়তো হকের পরিচিতি যাচিবার।
যদি না থাকে বুকভরা তার মদিনা-মুনিব-প্রেম
ভণ্ড যে সে নামধারি জন–যতই থাকুক হেম।
রাসুল-স্মরণে আপন বক্ষে যার যায় দিবানিশি
আরবে থাক সে, থাক না ইয়ামেন–তবু যেন কাছাকাছি।
পীর-পীরালি গদি-হাদিআয় টানাটানি যারা করে
ভণ্ড সেসব অন্ধ যোগী—কে বলে সুন্নি তারে?
‘আমিই সুন্নি আমিই খাঁটি’ এমন ভাবনা যাদের
ছাই মারি ও মুখের ওপরে; ধিক শত ধিক তাদের।
মত-মতবাদ ভিন্ন তবু হানাফি-শাফেয়ি ঠিক
ঈষৎ–দ্বন্দ্বে ছন্দপতন ফতোয়ার ঝিকমিক।
সোবহান আল্লাহ, নুরের রাসুল, আসহাব মাপকাঠি
এই গীতিতে মূলনীতি সব; তবেই না সে খাঁটি।
বাদ বিবাদের বাকি সব ছার; অযথা ফ্যাসাদ বাড়ে
যুগাবতার যত মোল্লা-মুনসি ফেলে দাও সব ঝেড়ে।
তোমরা মিলিলে মিলিবে সুন্নি হাত রেখে একসাথ
তাই, তোমাদের তরে মিনতি ভরে করতেছি ফরিয়াদ।
এসো এসো এক শামিয়ানাপর সবুজ মিনার-তলে
হিংসা বিদ্বেষ রেষারেষি সব ধুয়ে-মুছে গঙ্গাজলে।
তুলবে ঘূর্ণি নিশানে সুন্নি সারা দুনিয়ার মাঝে
মিটবে বাতেল যুগের আঁতেল মুখ ঢাকা দিবে লাজে।
২৭-০২-১৯ খ্রিষ্টাব্দ
বুধবার, রাত ২টা, গ্রামালয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন