যদি হত...
যদি হত উন্মুক্ত-সুবিশাল প্রান্তর,
বিস্তৃত লোকালয়জুড়ে,
দখিনা বাতাসের দোল খাওয়া
কদম গাছের ছায়ায়
কিংবা জ্বলজ্বলে লক্ষ বাতির জ্যোৎস্নাতলে–
আমারই ইমামের চর্চা।
গ্রন্থাগারের পল্লবজুড়ে যদি বসতো সে হাট,
বাংলার মাটি ছিড়ে বেরোতো কলরব,
জলের স্রোতে যদি সে আবেগ উদ্বেলিত হতো;
তবে কণ্ঠে কণ্ঠে গর্বের স্বর বেজে উঠতো–
হানাফি আমি; আবু হানিফাই আমার ইমাম।
হে নব্য আহল-পণ্ডিতজ্ঞ,
তব হাদিস আমাকে মুসলিম করেনি।
সত্যের বার্তাবাহক–ওয়ারিসে পায়গম্বর
নুমানের রুহানি সন্তান মম অধরে
এঁটে দিয়েছিলো–
‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।’
আমি তাঁরেই চিনি, তাঁরেই বুঝি,
মানবো কেবল তাঁরেই।
কারণ, আমি দেখেছি-জেনেছি; বুঝেও নিয়েছি–
কুরআন-হাদিসের ইজতিহাদে তিঁনিই অদ্বিতীয়।
আর তুই কি-না
হাদিসের ভেলকিতে ধোঁকা পড়াতে এলি?
শয়তান! এখনই দূর হ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন