এসো হে
প্রাণের বার্তাবাহী
আজি রহিরহি–
সুদূরের পানে চাহি,
খুঁজি আনমনে কোথা সে আমার
প্রাণের বার্তাবাহী।
প্রাণে প্রাণে যে রচে দেয় গান
সুরেতে ভরায় মন
ক্ষণে ক্ষণে যে তুলে বুকে তান
কোথা সে আপনজন?
বলে নানা কথা, সুখ-দুখগাথা–
কথাতেই মেতে রয়
ভুল করে তবু বলে না সে কভু
কে সে, কী তার পরিচয়।
কোথা সে আমার চির আপনার
বসবাস কোন বনে
মনালয়ে আজ বিরহীনি সাজ
খুঁজেফিরি জনেজনে।
…
হিরন্ময়ের বেশে
ওগো,
ধরা দাও কাছে এসে,
মিশবো দুজন একজনাতে
অনন্ত প্রেমাবেশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন