নিশীথের মনোরথ
নিশীথলগ্নে ও সে কোন সুরে মন
মাতিলি এ প্রেমাবেগে; কে-রে সে আপন!
মিটিমিটি জ্বলে ধ্যানে নাহি দেখি পথ
কত দূর বাড়ি তাঁর ক্রোশ না-কি শত্।
দূরে থেকে থেমে-থেমে ডাকে কেন হায়
ডেকে নিক মেখে হেম নীল সন্ধ্যায়,
নীলত্বে মিশে পরে সবুজাব বেশে
বুররাকে চড়ে যাব তাঁর নুরি দেশে।
চুমি-চুমি দেহভরে মাখিবো সকল
ধুলি যত তাঁর পায়ে নিয়াছে দখল।
প্রণাম-শ্রদ্ধা সবি সেথা দেবো ঢেলে
আরামেতে যেথা তিনি পড়েছিল ঢলে।
সে দেশের মহীরুহ-তরুলতা-সহ
দেখেছিল রূপ তাঁর আরো যত দেহ
মন্ত্রমুগ্ধে তাঁরে করে অনুভব;
জ্যোতিহীন চোখজোড়া দেখিবে সে-সব।
সহসা পড়বো মুখে কাঁদো কাঁদো সুরে
সল্লা আলাইকা–সে নুরি তনু স্মরে।
আসবে কি সে-প্রহর হীন দাস তরে
লভিতে সে পদনুর এই হীন শিরে...
[২৩,০৭,১৯–সুবহে সাদিক
তালুকদার ভবন, শ্যামলী আ/এ
ষোলশহর, চট্টগ্রাম]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন