তুমি এসো ওগো এসো
আমার মন খারাপের দেশে
তুমি এসো ওগো এসো;
কৃষ্ণচূড়ার বেশে,
মেঘকালো মন রঙিন কোরো
একটু ভালোবেসে।
আমার চাঁদনি রাতের শেষে
তুমি এসো ওগো এসো;
চাঁদনি-পরীর বেশে,
চোখজুড়িয়ে দেখবো আমি
গভীর প্রেমাবেশে।
আমার নিশুতি ঘুমঘোরে
তুমি এসো ওগো এসো;
প্রাণের বাহুডোরে,
নিশ্বাসে তব বিশ্বাসী সুর
শুনবো যতন করে।
আমার কাকডাকা ঐ ভোরে
তুমি এসো ওগো এসো;
ঘুম ভাঙানোর তরে,
আলসে দুচোখ খোলবে–তোমার
মিষ্টি চুমুর পরে।
আমার ক্লান্তদিনের শেষে
তুমি এসো ওগো এসো;
গ্লাসভরা জল নিয়ে,
হাতছোঁয়া ঐ জলটি দেবে
সর্ব অঙ্গে ছোঁয়ে।
আমার ঘামভেজা মুখ দেখে
তুমি এসো ওগো এসো;
চোখে দুচোখ রেখে,
শাড়ির আঁচে মুছো এ মুখ
চোখভরা প্রেম মেখে।
আমার দিন-যামিনী সারা
তুমি থেকো ওগো থেকো
অনুভবে ঘেরা,
আসতে কভু দিয়ো না-কো
ভালোবাসার খরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন