চাঁদ এলোরে জিলহজ মাসের
চাঁদ এলোরে জিলহজ মাসের
কুরবানি যে এলো না
পশু কুরবান ঠিকই হলো
পশুত্ব আর গেলো না...
পশুর, চামড়া খোলে সব দেখালি
তার ভেতরের অলিগলি
নিজের মুখে পড়লি মুখোশ
আসল রূপ কেউ দেখলো না...
পশুর, মাংস-হাঁড়গুড় সব কাটিলি
ইচ্ছে যত গিলে নিলি
আত্মপশুর স্বাস্থ্য বাড়ে
মরার যে, সে মরলো না...
রে মন, গরীব মরে অনাহারে
আস্ত গরু তোর উদরে
কুরবানি কই করলি ওরে
কুরবানি তো এমন না...
ও শোন, কুরবানি তো রাহে-লিল্লাহ
চাওয়া-পাওয়ার সবটায় আল্লাহ
দাম হাঁকিয়ে নাম ভাঙিয়ে
চাস কিরে তুই বুঝি না...
ও মন, আসল পশু তোর ভেতরে
তার গলেতে পরম জোরে
দেরে দে ছুরি চালিয়ে
যেন জাগতে পারে না...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন