কামেল-তৈয়বকা তৈয়ব-কালাম
(হুজুর কেবলা তৈয়ব শাহ (রহ.)-এর কতিপয় মালফুজাতের কাব্যানুবাদ)
–মুহাম্মদ সৈয়দুল হক
=============>১<=============
অধ্যাত্মের কেন্দ্র—সে তো মোর নবিজির রূহ
পীরের রশি মিললে সেথা; মিলবেরে প্রভু,
না-হয় ভাঙবেরে সেতু।
=============>২<=============
অপক্ব ফল পক্ব হতে লাগবে রবির কর
সাধন-ভজন পূর্ণে লাগে নবিজির অন্তর,
ও তাই নুরি চরণ ধর।
=============>৩<=============
শরীর বাঁচে করলে পরে নির্ভেজাল আহার
দিলকে বাঁচাও দরুদপাঠ ও জিকিরে আল্লার,
নচেৎ দেহের কী দরকার?
=============>৪<=============
নবির শানে গোস্তাখিতে যারা নিমজ্জন
ইয়াহুদীদের চেয়ে অধিক নীচু সে কুজন,
তাদের নাই কোনো যতন।
=============>৫<=============
নবির বাণী, ‘আমি বণ্টক, আল্লাহ দানোত্তম’
আউলিয়া পান ফয়জে রসুল নয় তো কিছু কম,
ও তার নাইরে সমতম।
=============>৬<=============
দম্ভ লয়ে চলে যেজন এই দুনিয়ার পর
তরিকতের গন্ধ ও তার যাবে না অন্দর,
কারণ দম্ভ খরতর।
=============>৭<=============
সঙ্গগুণে বেহেশ্ত্ পাবে কাহাফের কুকুর
সঙ্গদোষে শাস্তি পাবে নূহেরো পুত্তুর,
অলাভ শয়তানের নেক-জোর।
(মূল মালফুজাত সংগ্রহ: মাওলানা বদিউল আলম রেজভী সংকলিত ‘সুন্নিয়তের পঞ্চরত্ন’)
অসাধারণ
উত্তরমুছুন