আমি আর জাগবো না
একদিন চুপ মেরে যাবো,
শত কোলাহলেও জাগবো না।
বসন্তী কোকিলের কুহুকুহু রবে
ডানামেলে আর উড়বো না।
অন্যায় হবে,
অবিচারে ছেঁয়ে যাবে বিশ্ব।
জুলুমের জাঁতাকলে পৃষ্ঠ হয়ে
পৃথিবীটাও হবে নিঃস্ব।
ধরণীতলে মানুষ-মানবতা-মমত্বের
চরম বিপর্যয় ঘটবে,
মুখের আগেই অস্ত্ররা কথা বলবে।
হিয়ার বাঁধন টুটে যাবে,
উল্কাপিণ্ডের মত ভাসমান আগুনের লীলাখেলা চলবে।
চতুর্দিকে আর্তনাদ আর আর্তনাদ;
হাহাকার আর আহা-কারত্বের নিনাদে ভরবে বিশ্ব।
তবু, থেকেও আমি থাকবো না,
শত অবিচারেও প্রতিবাদ করবো না।
ঘাতের প্রতিঘাতে গর্জে আর উঠবো না।
আমায় নিয়ে আহাজারি চলবে
সতীনের ছেলেরা নাক ছিটকে বলবে—
কবির কবিগিরি আর কবিত্ব
কোথা গেলো আজ শব্দের বীরত্ব।
দেখবো না,
ভ্রুক্ষেপ ওদিকে আর করবো না।
থেমে যাবো,
অজানা কারণে চুপ মেরে যাবো।
পেয়েও কেউ পাবে না কাছে;
শত আবেদনেও আর মাতবো না।
কোলাহল হোক, বজ্র পড়ুক,
হয়ে যাক চাঁদের পতন—
আমি আর জাগবো না...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন