যদি বৃষ্টি হতো
–অনামিকা
যদি বৃষ্টি হতো...
কল্পনায় গল্প বাঁধতাম।
কপালে একটা নীলচুমু এঁকে দিতাম।
মাথা ঠিক পাশে বসে বিভোরচিত্তে
তোমার ঐ খোলা চুলের গন্ধ নিতাম।
ঐ চুলে হাজারো পদ্মের সুগ্রাণ-সুমধুর, অপলক নয়নে দেখি সে বিধুর-সুচিত্রা।
ঐ চোখ...
আমি হাজার বছর ধরে
ঐ চোখের জালে আঁটকে যেতে চাই।
আমায় আঁটকে রেখো,
দৃষ্টির গতিপথ যেন পাল্টে না-যায়–
আমি মরে যাবো।
আমি বাঁচতে চাই,
ঐ চোখে কোণে এঁটে যেতে চাই।
তুমি চোখ বন্ধ করো না–পলক ফেলে না–
আমি অনন্তকালের জন্য হারিয়ে যাবো।
হাসির ঝিলিকটা যেন-
মহাকাশ ফুঁড়ে আসা শত চাঁদের কিরণ।
আমায় বন্ধি করো,
সে জ্যোৎস্নায় স্নাত হতে চাই।
যদি বৃষ্টি হতো...
গভীর রজনীর এ প্রেমাতুর মনে
চুলের ঠিক গোড়ায় ললাটমাঝে এঁকে দিতাম–মোহনীয় নীল চুম্বন।
তুমি অনুভবে খোঁজে নিতে...?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন