ঢাকার চাকা
মুহাম্মদ সৈয়দুল হক
জ্যামের ফ্রেমে এমন ছবি
দেখবি যদি আয়
ইটপাথর আর ধূলিবালির
এই যে ঢাকার গা’য়।
চাই দূরে যাও কিংবা কাছে
লাগবে কতক্ষণ?
জবাবটা চাও জ্যামের কাছে—
থাকবে কতক্ষণ?
টেক্সি পিক-আপ মাইক্রোবাস
হোক না যতই যা
লাইন লাগিয়ে রিক্সার পিছে
যা-রে দেখে যা।
ভিআইপিদের ভাবমারা আর
মটরের হাঁকডাক
সাম্যবাদের এহেন খেলায়
যাকরে ভেসে যাক।
লেখক যারা ডায়রি নিয়ে
বসে যাও এক্ষণ
এই সুবাধে যাওরে রচে
স্বাদের সেই লেখন।
পড়ার লাগি নবেলটা তোর
হয়নি পড়া যেই—
এই তো সময় পড়ে নেয়ার
এই তো সুযোগ সেই।
পথিকরে তোর হইতো কি রাগ
চাকার গতি দেখে
দেখা এবার তোর গতিবেগ
কে তোরে আর রুখে।
ও ভাই পুলিশ কষ্ট কি খুব
রাস্তা সামাল দিতে?
নাও জিরিয়ে খাওরে পোলাও
‘সোনার গাঁ’য়ের পাতে
ভ্রাম্যমাণ ঐ হোটেল মোটেল
ঢাকার পথে ছুটো
জ্যাম-সুবাদে শতের বদল
হাজার টাকা লুটো।
ক্লিনিক-সেবা চলবে চাকায়
সুলভ ও সহজেই
ইমার্জেন্সি কেস যত, সব
সারবে পথের মাঝেই।
জ্যামের ঠেলায় খেই হারিয়ে
যেই না বমি হবে
না-থাকলে ভাই তোমরা পথে
কে দেয় সেবা তবে।
জ্যামের এসব সুফল ভোগে
না-হইলে তৎপর
ভাগ্য ক্যামনে ফিরবে বলো
বাঙালির এই ঘর।
সোনার বাংলা হোকরে তামা
বলছি হেসেহেসে
ঢাকার সুনাম—জ্যাম অবিরাম;
ছড়াক সারা দেশে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন