আজানের ধ্বনি
—মুহাম্মদ সৈয়দুল হক
আজানের ধ্বনি
কত মধুর! হয়ে বিভোর কান পেতে পেতে শুনি।
‘আল্লাহ মহান, আল্লাহ মহান’ বারে বারে বাজে ঐ—
নেই ইলাহ নেই আল্লাহ ছাড়া—শোনে বড়ো মুগ্ধ হই।
নবি মুহাম্মদ সত্যাসত্য আসিছেন প্রভুর বাণী লই
দিলাম সাক্ষ্য—আল্লার দূত সেঁ; মোরা অনুগামী হয়ে রই।
এসো তাঁর দয়ায় এসো, দয়াতে মিশো,
কল্যাণ লও মাগী,
সালাতে গিয়ে সজিদায় পড়ে করুণার হও ভাগী।
মোয়াজ্জিনের মাধুরি কণ্ঠে—আবারো শুনি সেই স্বর
অদ্বিতীয় সত্তা মহা-মহিয়ান—আল্লাহু আকবর।
—মুহাম্মদ সৈয়দুল হক
আজানের ধ্বনি
কত মধুর! হয়ে বিভোর কান পেতে পেতে শুনি।
‘আল্লাহ মহান, আল্লাহ মহান’ বারে বারে বাজে ঐ—
নেই ইলাহ নেই আল্লাহ ছাড়া—শোনে বড়ো মুগ্ধ হই।
নবি মুহাম্মদ সত্যাসত্য আসিছেন প্রভুর বাণী লই
দিলাম সাক্ষ্য—আল্লার দূত সেঁ; মোরা অনুগামী হয়ে রই।
এসো তাঁর দয়ায় এসো, দয়াতে মিশো,
কল্যাণ লও মাগী,
সালাতে গিয়ে সজিদায় পড়ে করুণার হও ভাগী।
মোয়াজ্জিনের মাধুরি কণ্ঠে—আবারো শুনি সেই স্বর
অদ্বিতীয় সত্তা মহা-মহিয়ান—আল্লাহু আকবর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন