আমি তাঁর রূপছটাতে মুগ্ধ ওরে
গুণের শিখায় দগ্ধ পুড়ে
মগ্ন যে তাঁর প্রেমখেলায়—
ওরে ও পাগলা ভোলা-রে,
দোষ খুঁজিতে সময় কোথা পাই।
বলে দে,
দোষ খুঁজিতে সময় কোথা পাই?
বল নারে—ও ধ্যানে রত
চাঁদের শোভায় বন্ধু যত
জ্যোছনা ছেড়ে তার কলঙ্ক
খোঁজে ও সে কোন পাগলায়?
কাঁটা যে গোলাপের সাথি
থাকে সদা সঙ্গে অতি
তাই বলে কি ভ্রমরকুলে
সুরভ ছেড়ে মাতে কাঁটায়?
বসে রই তাঁর পরশে
লুটে পড়ি ধ্যানের বসে
কে মজে কোন রঙ্গরসে
তার তো হিসেব রাখি নাই।
ওরে ও পাগলা ভোলা
না-বুঝে প্রকৃতির খেলা
সৈয়দ কয় দামি এ-বেলা
নষ্ট করিস কোন ভাবনায়?
গুণের শিখায় দগ্ধ পুড়ে
মগ্ন যে তাঁর প্রেমখেলায়—
ওরে ও পাগলা ভোলা-রে,
দোষ খুঁজিতে সময় কোথা পাই।
বলে দে,
দোষ খুঁজিতে সময় কোথা পাই?
বল নারে—ও ধ্যানে রত
চাঁদের শোভায় বন্ধু যত
জ্যোছনা ছেড়ে তার কলঙ্ক
খোঁজে ও সে কোন পাগলায়?
কাঁটা যে গোলাপের সাথি
থাকে সদা সঙ্গে অতি
তাই বলে কি ভ্রমরকুলে
সুরভ ছেড়ে মাতে কাঁটায়?
বসে রই তাঁর পরশে
লুটে পড়ি ধ্যানের বসে
কে মজে কোন রঙ্গরসে
তার তো হিসেব রাখি নাই।
ওরে ও পাগলা ভোলা
না-বুঝে প্রকৃতির খেলা
সৈয়দ কয় দামি এ-বেলা
নষ্ট করিস কোন ভাবনায়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন