ছোটদের ছড়া-২
শিখবো কুরআন সবার আগে
সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব
মোদের আল কুরআন,
মহান রবের পক্ষ থেকে
তুলনাহীন দান।
বর্ণপ্রতি দশটি নেকি
আর তো কোথাও নাই,
অন্যকিছু শেখার আগে
শিখবো কুরআন তাই।
শিখবো কুরআন পড়বো কুরআন
এই তো মোদের পণ,
ভবিষ্যতে কুরআন মতো
গড়বো এই জীবন।
শিখবো কুরআন সবার আগে
সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব
মোদের আল কুরআন,
মহান রবের পক্ষ থেকে
তুলনাহীন দান।
বর্ণপ্রতি দশটি নেকি
আর তো কোথাও নাই,
অন্যকিছু শেখার আগে
শিখবো কুরআন তাই।
শিখবো কুরআন পড়বো কুরআন
এই তো মোদের পণ,
ভবিষ্যতে কুরআন মতো
গড়বো এই জীবন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন