বরাত এসেছে ধারে
—মুহাম্মদ সৈয়দুল হক
বরাত এসেছে ধারে
কত ঘুম যাবে আর কত বিভোরে?
লিখে চলে কাতেবান এই রজনীর,
আছে যত ভাগ্য ধরা তরণীর।
রব-তা’লা ডেকে কয়—ওরে গোনাগার,
সময় এসেছে ফের ক্ষমা চাহিবার।
তওবার ধারে এসে বলো যদি—পাপ
আছে যত, প্রভু হে করে দাও মাফ।
জনম গিয়াছে পাপে মজে অফুরান
দ্বারে এসে ভিখ মাগি ওগো মহিয়ান।
ক্ষমিবো সে পাপরাশি আমি রহমান
কাল্বের বকরির পশ-ম সমান।
—মুহাম্মদ সৈয়দুল হক
বরাত এসেছে ধারে
কত ঘুম যাবে আর কত বিভোরে?
লিখে চলে কাতেবান এই রজনীর,
আছে যত ভাগ্য ধরা তরণীর।
রব-তা’লা ডেকে কয়—ওরে গোনাগার,
সময় এসেছে ফের ক্ষমা চাহিবার।
তওবার ধারে এসে বলো যদি—পাপ
আছে যত, প্রভু হে করে দাও মাফ।
জনম গিয়াছে পাপে মজে অফুরান
দ্বারে এসে ভিখ মাগি ওগো মহিয়ান।
ক্ষমিবো সে পাপরাশি আমি রহমান
কাল্বের বকরির পশ-ম সমান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন