রমজান মাহিনা
—মুহাম্মদ সৈয়দুল হক
দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার
রমজান মাহিনা
ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার—
রহমত খজিনা।
মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই
সিজদায় পড়ে আজ,
পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয়
কোলাহল করে রাজ।
ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম,
চোখে পর্দা-দখল,
হাতে তসবির দান, মুখে জপ সোবহান
হাঁকে মসজিদে চল।
দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ
সদা খাই খাই রব,
ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার
করে সুখ অনুভব।
নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব
পেটে ক্ষুধা-অস্থির—
প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ
পড়ে দোয়া-তকবির।
রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম
সম্ভাষে মালায়েক,
সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার
ক্ষমে শত নালায়েক।
লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস
পুরো ধরণী অতল
শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায়
সেথা মিশেছে সকল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন