ছোটদের ছড়া-৩
★মসজিদেতে চল★
আজান শোনে মসজিদেতে
চলরে সবে চল
মুয়াজ্জিনের আজান-ধ্বনি
মুখে মুখে বল।
মে’রাজ থেকে আনলো নবি
বিশেষ উপহার
অন্য কেহ পায়নি কভু
এমন পুরস্কার।
জোহর আসর মাগরিব এশা
আর একটি ফজর
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ
মুমিনদের ওপর।
চার রাকাতে ফজর শুরু
জোহরে বারো
আটে আসর, মাগরিবে সাত
এশায় সতেরো।
রোজ হাসরের কঠিন দিনে
জান্নাতের ঐ চাবি
ঠিক সময়ে পড়লে নামাজ
ঠিক সময়েই পাবি।
★মসজিদেতে চল★
আজান শোনে মসজিদেতে
চলরে সবে চল
মুয়াজ্জিনের আজান-ধ্বনি
মুখে মুখে বল।
মে’রাজ থেকে আনলো নবি
বিশেষ উপহার
অন্য কেহ পায়নি কভু
এমন পুরস্কার।
জোহর আসর মাগরিব এশা
আর একটি ফজর
পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ
মুমিনদের ওপর।
চার রাকাতে ফজর শুরু
জোহরে বারো
আটে আসর, মাগরিবে সাত
এশায় সতেরো।
রোজ হাসরের কঠিন দিনে
জান্নাতের ঐ চাবি
ঠিক সময়ে পড়লে নামাজ
ঠিক সময়েই পাবি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন