এসো হে প্রাণসখা ________________________________ মনে দখিনা বাতাস লেগেছে, উত্তরীবায়ুর আনাগোনা নেই বহুদিন হলো। শ্যামলকান্তি গেঁড়ে বসেছে মন-মগজের সবখানে। এভাবে চলা যায় না, থেমে থাকতেও যে আমি আসি নি। রঙধনুর রঙ মিলিয়ে গেছে সে কবেই; আঙিনার গোলাপ-গাঁদা-চামেলিরাও নেতিয়ে পড়েছে। সে ঘ্রাণ, সে সুর, সে ছন্দের সন্ধি হয় না বহুকাল ধরে। সব কি ফুরিয়ে গেছে? অবশিষ্ট কি কিছুই নেই? তবে দেরি কেন? এত অপেক্ষা সহ্যের ক্ষমতা আমার আছে? প্রাণসখা! তোমার প্রতীক্ষায় বসে আছি। তুমি এলেই যে বাঁচি। শ্বাস রুদ্ধ হয়ে আসছে, আর থাকা যায় না। শ্রাবণের বারিধারার মতো নেমে এসো– আমার দেহ-মনের সবখানে। খানিকটা নয়; পুরোটাই ভিজিয়ে দাও। ধুয়ে দাও সব জঞ্জাল-ঝঞ্জাট। কলুষতা ঢেকে রেখেছে; আমায় পবিত্র করো, উদ্ধার করো, নতুনরূপে আবিষ্কারের অবসর দাও। মুছে দাও জমাটবাঁধা সব আস্তরণ।