🔘গুরুচণ্ডালী🔘 বলুন তো দেখি, গুরুচণ্ডালী রহিয়াছে কিন্তু শিষ্যচণ্ডালী নাই কেন? আছে, ইহার বিশাল হেতু আছে। তাহা পরে বলিব, আগে বলুন, গুরুচণ্ডালী বলতে আপনারা কী বুঝিতে পান? এক্ষণে ঠাস করিয়া কেহ কেহ উত্তর করিবেন, সাধু ও চলিতে ভাষার সংমিশ্রণ তথা আপনার উপরের বাক্যে ‘বলিতে’ না লিখিয়া যে ‘বলতে’ লিখিয়াছেন, অথবা ‘বুঝতে’ না লিখে যে ‘বুঝিতে’ লিখেছেন, তাহাই গুরুচণ্ডালী। কিন্তু ইহাতে আমার ঢের আপত্তি রহিয়াছে। অভিধানবেত্তাগণ গুরু শব্দে অর্থ করিয়াছেন ‘পূজনীয় ব্যক্তি’। এইখানে পূজোর অর্থ ইবাদত করিয়া আমার তুলতুলে নরম বদনে শিরকের গন্ধ লাগাইয়া দিয়েন না আবার। যাহাকে অনুসরণ-অনুকরণ করা যায়, যিনি অনুকরণীয়, তিনিই হাকিকতে গুরু। চণ্ডালী শব্দের অর্থ খুঁজিতে গিয়া অভিধানে পাইলাম, ‘চণ্ডাল জাতের বা বংশের রমণী’। পূজনীয় ব্যক্তির সহিত চণ্ডাল জাতের রমণীকে বাঁধিয়া কোন হেতু ইহাকে সাধু-চলিত রীতির মিশ্রণের নাম বলিয়া অভিধানবেত্তাগণ ধার্য করিয়াছেন, তাহা আর অনুসন্ধান করিয়া পাইলাম না। যাহারা সুপণ্ডিত, তাহারা বলিবেন, গুরুরা যাহা বলিয়া গিয়াছেন, তাহা শ্রবণ কিংবা পঠন করিয়া তাহাদের মত করিয়া তাহাকে জানিতে কিংবা চিনিতে হইবে। সুতরাং এক্ষ...